রাজশাহীতে তিন আলু ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার : মূল্য তালিকা ও ক্রয় রসিদ না থাকায় রাজশাহীতে তিন আলু ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নগরীর মাস্টার পাড়া কাঁচা বাজারে অভিযান চালিতে তাদের এই জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী।
মাসুম আলী জানান, খুচরা বাজার ও আলুর কোল্ডস্টোরে অভিযান পরিচালনা করা হচ্ছে। বাজারগুলোতে সঠিক মূল্যে আলু বিক্রি হচ্ছে কিনা তা যাচাই করা হচ্ছে। সাহেব বাজারে দুটি দোকানে মূল্য তালিকা না থাকায় ছয় হাজার টাকা ও একটি দোকানে ক্রয়-রসিদ না থাকায় দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজারে অসাধু ব্যবসায়ী যেন অতিমূল্যে আলু বিক্রি না করে তাদের বিরুদ্ধে তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে।


প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩ | সময়: ৫:৫৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর