রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সরকার ও নিজের উন্নয়ন কর্মকাণ্ডের লিফলেট বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের জাতীয় সংসদ সদস্য মু. জিয়াউর রহমান।
বৃহস্পতিবার রহনপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে সরকার ও নিজের বিভিন্ন উন্নয়ন ও সাফল্যের চিত্র তুলে ধরে জনসংযোগ করেন তিনি। এ সময় ছিলেন গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, গোমস্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।