রাবিতে আন্তঃবিভাগ তায়কোয়ানডো শুরু

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) দ্বিতীয় আন্তঃবিভাগ তায়কোয়ানডো প্রতিযোগিতা রবিবার শুরু হয়েছে। এদিন সকাল ১০টায় রাবি জিমনেশিয়ামে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম। আন্তঃবিভাগ গেমস সাব-কমিটি আয়োজিত এই প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, প্রতিযোগিতা ফিকচার ও বাইলজ কমিটির আহ্বায়ক অধ্যাপক মোসলেহ্ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আরিফুর রহমান, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আন্তঃবিভাগ গেমস্ সাব কমিটির সভাপতি অধ্যাপক মো. আব্দুল আলিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ২১টি বিভাগের ৮৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।


প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৩ | সময়: ৫:৪২ পূর্বাহ্ণ | সুমন শেখ