নগরীতে সড়কের ছোট বনগ্রামের প্রবেশ মুখে বিপজ্জনক স্থাপনা নির্মাণ

স্টাফ রিপোর্টার:
রাজশাহী মহানগরীতে একটি মহাসড়কের প্রবেশ মুখে বিপজ্জনক স্থাপনা নির্মাণ করা হয়েছে। পদ্মা আবাসিক এলাকা থেকে ছোটবন গ্রামে ঢোকার এই রাস্তাটি ‘রাজ্জাকের মোড়’নামে পরিচিত।
এই পথে চলাচল কারী লোক জন অভিযোগ করেন, এই মোড়ের কোনায় ড্রেনের উপরে এই স্থাপনা নির্মাণ করা হয়েছে। আর এটিও খানে থাকার কারণেই এক রাস্তা থেকে আরেকটি রাস্তা আড়াল হয়ে যায়।

 

 

 

 

কোনো যানবাহন এলেতা দেখা যায় না।ইতো মধ্যে অনেকেই ছোট খাটো দুর্ঘটনার কবলে পড়েছেন। আর যেহেতু এটি হাইওয়ে, সেখানে বড়ো গাড়ি চলে। সে কারণে যে কোনো সময়ে ঘটতে পারে মারাত্মক সড়ক দূর্ঘটনা। তাই অবিলম্বে জনস্বার্থে এই ঝুঁকি পূর্ণ স্থাপনাটি সরিয়ে ফেলার জন্য সংশ্লিষ্ট মহলে প্রতি দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগীরা।

সানশাইন/সোহরাব

 


প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৩ | সময়: ১০:৪০ অপরাহ্ণ | Daily Sunshine