নাশকতা মামলায় তানোরে জামায়াতের চারনেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে মাদ্রাসার অধ্যক্ষসহ ৪ জন জামায়াতের নেতা গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, তানোর উপজেলার মুন্ডুমালা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমির উদ্দীন (৬৫), মুন্ডুমালা পৌর শাখার জামায়াতের আমির আনিছুর রহমান (৫৫), উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের জামায়াতের সাধারণ সম্পাদক শরিয়তুল্লাহ (৪৫), জামায়াতের সদস্য রুহুল আমিন (৪০)। বুধবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
২০২২ সালের এক নাশকতা মামলায় তানোর উপজেলার জামায়াতের চার নেতাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, ২০২২ সালের ২৩ নভেম্বর ডাকবাংলো মাঠে থেকে ককটেল উদ্ধার করা হয়। সেই সময়ের নাশকতার মামলায় জামায়াতের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়।


প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩ | সময়: ৫:৪৮ পূর্বাহ্ণ | সুমন শেখ