আমাদের মতো তরুণদের জন্য বিপিএল বড় মঞ্চ: রাজা

স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন ধরে জাতীয় দলের আশেপাশে আছেন। নিজেকে প্রমাণের চেষ্টায় রেজাউর রহমান রাজা। ২৪ বছর বয়সী এই পেসার মনে করেন, তাদের মতো তরুণদের জন্য বিপিএল একটা বড় মঞ্চ।
বিপিএল বেশ প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। বাবর আজমের মানের ব্যাটারদের বিপক্ষে বল করার সুযোগ পাওয়া যাচ্ছে এমন টুর্নামেন্টে। রাজার মতে, বিপিএল খেলেই আন্তর্জাতিক আঙিনার জন্য নিজেদের ভালোভাবে প্রস্তুত করা যায়। রাজা বলেন, ‘আমরা যারা তরুণ খেলোয়াড়, বিপিএল একটা বড় মঞ্চ। এমন একটি টুর্নামেন্ট খেললে আন্তর্জাতিক আঙিনার জন্য নিজেকে প্রস্তুত করা যায়। আমাদের চেষ্টা থাকবে। আমরা চেষ্টা করছি নিজেদের সেরাটা দিয়ে বাংলাদেশকে যেন ভালো কিছু দিতে পারি।’
সিলেটের স্বদেশি ক্রিকেটাররা তেমন ভালো করতে পারছেন না। দলও ধুঁকছে। তবে রাজা আশাবাদী পরের ম্যাচগুলোতে তারা নিজেদের ফিরে পাবেন। রাজার কথা, ‘টি-টোয়েন্টি খেলা, একদিন ভালো হবে একদিন খারাপ হবে। এটা স্বাভাবিক। খেলোয়াড় হিসেবে মেনে নিতে হবে। আমাদের যে ঘাটতিগুলো আছে আমরা প্র্যাকটিসে চেষ্টা করছি সেটা ঠিক করতে। আমরা ভুলগুলো নিয়ে কাজ করেছি।’


প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৪ | সময়: ৫:৫৯ পূর্বাহ্ণ | সুমন শেখ