প্রশিক্ষণ যুবসমাজকে দক্ষ করে তুলতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মিজানুর রহমান, চারঘাট: যুব সমাজকে দক্ষ মানব সম্পদে রুপান্তরিত করতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষন গুরুত্বপূণ ভুমিকা রাখবে উল্লেখ করে চারঘাট-বাঘার সাংসদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, যুব সমাজ যে কোন দেশের মুল্যবান সম্পদ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের উপর অনেকাংশেই নির্ভরশীল।
সোমবার বিকেলে রাজশাহীর চারঘাট মহিলা ডিগ্রী কলেজের আইসিটি বিভাগের কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থান শীর্ষক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তোমাদের নিজের ভবিষ্যৎ নিজেদেরকেই গড়তে হবে। মাসব্যাপী ২৫ জন শিক্ষার্থীকে প্রশিক্ষন দেয়া হবে। তারা প্রত্যেকেই কৃতকার্য হবে। এছাড়াও যারা প্রশিক্ষণ নিবে তাদের কোচিং সেন্টারে যাওয়া লাগবে না। তারা চাইলে ঘরে বসেই অর্থ উপার্জন করতে পারবে। এমনকি চাকুরি ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেয়া হবে।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চারঘাট উপজেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মানজুরা মুশাররফ, পৌর মেয়র একরামুল হক, কলেজের সভাপতি মাজদার রহমান।


প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩ | সময়: ৫:১৬ পূর্বাহ্ণ | সুমন শেখ