সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে বিজ্ঞান মেলার উদ্বোধন

 

সানশাইন ডেস্ক; রাজশাহীর পবা উপজেলায় ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে প্রধান অতিথি থেকে দুই দিনব্যাপি এ মেলার উদ্বোধন করেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।

পবা উপজেলার নির্বাহী অফিসার লসমী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান , পবা উপজেলা সহকারি কমিশনার ভূমি শেখ এহসান উদ্দীন , হড়গ্রাম ইউপি’র চেয়ারম্যান আবুল কালাম আজাদ ।

উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় ১৫টি স্টলের মধ্যে রয়েছে নওহাটা সরকারি ডিগ্রী কলেজ , নওহাটা মহিলা ডিগ্রী কলেজ , কবি কাজী নজরুল ইসলাম কলেজ , নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় , নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়, খড়খড়ি উচ্চ বিদ্যালয় , খড়খড়ি বালিকা উচ্চ বিদ্যালয় , মাসকাটা দিঘী বহুমূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ , নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি উচ্চ বিদ্যালয় , নওহাটা ছালেহিয়া দারচ্ছিুন্নাত ফাজিল মাদ্রাসা , কাশিয়াডাঙ্গা কলেজ, কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় এবং বশিরাবাদ দাওয়াতুল ইসলাম আলিম মাদ্রাসা।

উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার স্টলগুলো প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ পরিদর্শন করেছেন ।


প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১ | সময়: ৬:০৭ অপরাহ্ণ | সুমন শেখ