রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: দেশ ভাগের ভয়াবহতা স্মরণে রাজশাহীতে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ভারতীয় সহকারি হাইকমিশন। আজ সোমবার (১৪ আগস্ট)বিকালে শহরের পদ্মা আবাসিকের সহকারি হাইকমিশন অফিসে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার এবং ভারতের সহকারি হাইকমিশনার মনোজ কুমার। অনুষ্ঠানে এসময় রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভারতীয় হাইকমিশন আয়োজিত এই আলোকচিত্রে স্থান পেয়েছে দেশভাগের সময় মানুষের দেশান্তর হওয়ার ভয়াবহতা। এসময় অতিথিরা কমিশনের আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। জানা গেছে, প্রদর্শনী চলবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত। যা শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত থাকবে।
সানশাইন/সোহরাব