শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্যের ’ভারসাম্যপূর্ণ’ প্রসারে কাজ করার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের (আইসিসি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়াতে সব ধরনের বাণিজ্য বাধা, বিশেষ করে শুল্ক ও অশুল্ক বাধা অপসারণ জরুরি।”
ঢাকা সফররত আইসিসির মহাপরিচালক রাজীব সিংয়ের নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধিদলটি সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মোমেনের সঙ্গে সাক্ষাত করে। পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়ে জানানো হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেছেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত হওয়ায় বাংলাদেশ-ভারত উভয় দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়েছে।
বাংলাদেশের বিনিয়োগবান্ধব সুযোগ গ্রহণ করে আরও বিনিয়োগের জন্য ভারতের ব্যবসায়ীদের প্রতি আহ্বানও জানান তিনি। এসময় ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ উপস্থিত ছিলেন।