রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
রাজশাহীতে সামাজিক বন বিভাগ আয়োজিত ২০ দিন ব্যাপি বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের গ্রীনপ্লাজায় প্রধান অতিথি হিসেবে এই বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। মেলা উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টায় নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। র‌্যালিটি রাজশাহী সিটি করপোরেশন গ্রীনপ্লাজা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর সেখানে “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” শীর্ষক প্রাতিপাদ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় বসাক, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নরেশ চাকমা ও সামাজিক বন বিভাগের বগুড়া অঞ্চলের সামাজিক বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য দেন সামাজিক বন বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপকারভোগী ও ভূমি মালিক সংস্থার মাঝে লভ্যাংশের চেক বিতরণ করেন এবং মেলার স্টল পরিদর্শন করেন। রাজশাহী জেলা প্রশাসনের সহায়তায় সামাজিক বন বিভাগ রাজশাহী বিভাগীয় কার্যালয় আয়োজিত এই বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারার সমাহার নিয়ে ৬২টি স্টল বসেছে।

সানশাইন / শামি

 

 


প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩ | সময়: ১১:১৫ অপরাহ্ণ | Daily Sunshine