বদলগাছীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

বদলগাছী প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক(অনূর্ধ্ব -১৭)২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১০জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে বদলগাছী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা’র আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার এমপি।

 

 

 

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রায়হান হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম জামান পিন্টু।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সাইদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, আধাইপুর ইউপি চেয়ারম্যান মো. রেজাউল কবির পল্টন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম সাজু প্রমূখ।

 

 

 

 

 

ফাইনাল খেলায় যে দুটি দল অংশ গ্রহণ করে তারা হলেন বদলগাছী সদর ইউনিয়ন বনাম আধাইপুর ইউনিয়ন। বদলগাছী সদর ইউনিয়ন ১-০ গোলে আধাইপুর ইউনিয়নকে পরাজিত করে।

সানশাইন/ সোহরাব


প্রকাশিত: জুলাই ১০, ২০২৩ | সময়: ১১:১৬ অপরাহ্ণ | Daily Sunshine