রংপুরে তিন গাড়ির সংঘর্ষে বাবা-ছেলে নিহত আহত অন্তত ৩০

সানশাইন ডেস্ক: রংপুরের পীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী দুই বাস ও ট্রাকের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছে; আহত হয়েছেন অন্তত ৩০ জন।
শনিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার বোর্ডের ঘর এলাকায় এ ঘটনা ঘটে বলে বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজিবর রহমান জানান। নিহতরা হলেন উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের আল আমিন (৪০) ও তার ছেলে মাহিন (৬)। আল আমিন তার সন্তানকে নিয়ে ঢাকা যাওয়ার জন্য পীরগঞ্জ থেকে বাসে উঠেছিলেন।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ইনচার্জ মজিবর বলেন, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অনিন্দ্য পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সাইড নিতে গিয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে উল্টে যায়।
“এতে ঘটনাস্থলেই বাস যাত্রী বাবা-ছেলে মারা যায়। এ ঘটনায় দুই বাসের অন্তত ২৫ থেকে ৩০ যাত্রী আহত হয়েছেন।” পুলিশ জানায়, খবর পেয়ে আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকেই বাড়ি ফিরে গেছেন।


প্রকাশিত: জুলাই ৯, ২০২৩ | সময়: ৫:১৫ পূর্বাহ্ণ | সুমন শেখ