বড়াইগ্রামে শ্লীলতাহানীর দায়ে পরিবহণ শ্রমিকের জরিমানা

বড়াইগ্রাম প্রতিনিধি: বড়াইগ্রামে চলন্ত ভ্যানে স্কুল ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে মৃদুল কুমার (২৬) নামে এক পরিবহণ শ্রমিকের দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বনপাড়া নতুন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ইউএনও বোরহান উদ্দিন মিঠু এ জরিমানা করেন। দন্ডপ্রাপ্ত মৃদুল পাবনা সদর উপজেলার শালগাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি শ্যামলী পরিবহণের বনপাড়া কাউন্টারে কর্মরত।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুল বারেক জানান, বুধবার বিকালে এক স্কুল ছাত্রী বনপাড়া বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় মৃদুলও সে ভ্যানে উঠে। পরে এক পর্যায়ে সে ওই ছাত্রীর শ্লীলতাহানী করে। এ সময় ওই শিক্ষার্থী চলন্ত ভ্যান থেকে লাফিয়ে পড়ে চিৎকার করলে স্থানীয়রা মৃদুলকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লিখিত মুচলেকা নেয়া সহ তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।


প্রকাশিত: জুন ২২, ২০২৩ | সময়: ৪:০২ পূর্বাহ্ণ | সুমন শেখ