ব্রডের ৫ উইকেট আয়ারল্যান্ডকে গুটিয়ে প্রথম দিনই ইংল্যান্ডের দাপট

স্পোর্টস ডেস্ক: ৩৬ পেরোনো স্টুয়ার্ট ব্রডের বলে এখনও আগুন ঝরে। যাতে পুড়লো আয়ারল্যান্ড। লর্ডসে সিরিজের একমাত্র টেস্টে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড, আইরিশদের মাত্র ১৭২ রানে গুটিয়ে দিয়ে।
প্রথম ইনিংসে আইরিশদের জবাবে ১ উইকেটে ১৫২ রান তুলে দিন শেষ করেছে ইংল্যান্ড। ঝোড়ো ফিফটি করে আউট হয়েছেন জ্যাক ক্রলি। ৪৫ বলে ১১ বাউন্ডারিতে ৫৬ করেন এই ওপেনার। ফিফটি পেয়েছেন আরেক ওপেনার বেন ডাকেটও। ৭১ বলে ৮ চারের সাহায্যে ৬০ রানে অপরাজিত আছেন তিনি। ২৯ রান নিয়ে অপরাজিত অলি পোপ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে স্টুয়ার্ট ব্রডের তোপে ১৯ রানেই ৩ উইকেট হারিয়েছিল আয়ারল্যান্ড। ওপেনার জেমস ম্যাককলাম অনেকটা সময় লড়াই করেন। ১০৮ বলে ৩৬ করেন তিনি। এরপর পল স্টারলিং ৩০ আর কুর্তিস ক্যাম্ফার ৩৩ করে দলকে বড় লজ্জা থেকে বাঁচান। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। ৫১ রান খরচায় একাই ৫টি উইকেট নেন ব্রড। ৩৫ রানে ৩ উইকেট শিকার জ্যাক লিচের। ৩৬ রানে ২টি উইকেট নেন ম্যাথিউ পটস।


প্রকাশিত: জুন ৩, ২০২৩ | সময়: ৬:০৩ পূর্বাহ্ণ | সুমন শেখ