সাত দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আদিবাসী পরিষদের বিক্ষোভ ও সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আদিবাসী হিসাবে স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য ভূমি কমিশন ও পৃথক মন্ত্রনালয় গঠনসহ সাত দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। মঙ্গলবার দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ব্যানারে এই কর্মসূচী পালন করেন। চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোড মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হরা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাবেশ মিলিত হয়।

 

 

 

এতে বক্তব্য দেন, জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বিচিত্রা তিরকি, সাধারণ সম্পাদক টুনু পাহান, সাংগঠনিক সম্পাদক নরেশ হাসদার, প্রচার সম্পাদক মতিন সরেন, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি মুকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মুনডা। কর্মসূচীতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর সহ বিভিন্ন উপজেলার ক্ষুদ্রজাতিসত্বার পরিবারের সদস্যরা অংশ নেন। শেষ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন আদিবাসী নেতারা।

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: মে ৩০, ২০২৩ | সময়: ৮:৪৬ অপরাহ্ণ | Daily Sunshine