মোহনপুরে শিক্ষকের বদলি বাতিল চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

কেশরহাট প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের আলোচিত শিক্ষক নুরুল ইসলামের বদলি বাতিল চেয়ে ব্যানার নিয়ে বিক্ষোভ করেছেন ঐ শিক্ষকের কাছে প্রাইভেট পড়ুয়া শিক্ষার্থীরা। সোমবার (১৫ মে) সকালে স্কুল কম্পাউন্ডের ভিতরে বিক্ষোভ করেন তারা। আলোচিত ওই শিক্ষকের নাম নুরুল ইসলাম নাহিদ। শিক্ষার্থী পেটানো, শিক্ষার্থীদের অসালিন ভাষায় কথাবার্তা বলাসহ স্কুলে বসে প্রাইভেট পড়তে বাধ্য করাসহ তার বিরুদ্ধে অশংখ্য অভিযোগ রয়েছে।

 

 

 

 

এছাড়াও সম্প্রতি স্কুলের ভেতরে শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেন শিক্ষক নুরুল ইসলাম নাহিদ। এঘটনায় প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। সম্প্রতি শিক্ষক নুরুল ইসলাম নাহিদের অন্য কর্মক্ষেত্রে বদলির আদেশ বাতিল করতে কৌশলে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদানের চেষ্টা করানো হয় বলে অভিযোগ উঠেছে। এনিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

 

 

 

 

খোঁজ নিয়ে জানা গেছে, মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ভৌত বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক নুরুল ইসলামকে গত ১৬ এপ্রিল কক্সবাজার জেলার মহেশখালী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে বদলি করা হয়। ওই শিক্ষকের বদলি বাতিলের দাবিতে শিক্ষার্থী রাস্তায় নামানো হয়। এ নিয়ে শিক্ষার্থী অভিভাবকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। স্থানীয়দের দাবী শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে অশংখ্য অভিযোগ। তিনি শক্ত খুটির জোরে এখানে চাকরী করে গেছেন। তার বদলির ফলে মোহনপুর সরকারী বিদ্যালয়সহ এখানকার শিক্ষার পরিবেশ ফিরে আসবে। তবে কার নির্দেশে শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়েছিল তা তদন্তের দাবী করেন স্থানীয়রা।

 

 

 

 

 

 

মোহনপুর সরকারী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বলেন, শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরণের অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি তার কক্সবাজারে বদলি হয়েছে। সোমবার কয়েকজন শিক্ষার্থী তার বদলি বাতিলের দাবীতে ইউএনও স্যারের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিল শুনেছি। স্থানীয়রা তাদের স্কুলে পাঠিয়ে দেয়। তবে শিক্ষার্থীরা কার কথায় বা কেন গিয়েছিল আমি বলতে পারবো না।

 

 

 

 

 

 

শিক্ষক নুরুল ইসলাম সাংবাদিকদের জানান চাকরী জীবনে বদলি স্বাভাবিক প্রক্রিয়া। অফিস আদেশে আমি কক্সবাজার জেলার মহেশখালীতে যোগদান করেছি। আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে সঠিক তদন্ত করার দাবী জানান তিনি। মুঠোফোনে মন্তব্য জানতে চাইলে মোহনপুর সরকারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা সাহিন বলেন এবিষয়ে আমাকে কেঊ কিছু বলেনি বা আমি কিছু জানিও না।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম বাদশাহ বলেন, শিক্ষার্থীরা স্কুল মাঠে হট্টগোল করছিল। রাস্তায় উঠলে সড়ক দুর্ঘটনা হওয়ার আশংখায় স্থানীয় লোকজন তাদের রাস্তায় উঠতে দেয়নি।

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: মে ১৫, ২০২৩ | সময়: ১১:১৯ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর