সর্বশেষ সংবাদ :

রুয়েটের কর্মকর্তা সমিতির বার্ষিক সাধারণ সভা ও বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( রুয়েট )-এ কর্মকর্তা সমিতির বার্ষিক সাধারণ সভা ও বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার রুয়েটের প্রশাসনিক ভবনে বার্ষিক সাধারণ সভা ও বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নাজিমউদ্দীন আহম্মদ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রুয়েট ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। বক্তব্য রাখেন রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ও কর্মকর্তা সমিতির নির্বাহী সদস্য আরিফ আহাম্মদ চৌধুরী, কর্মকতা সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বার্ষিক সাধারণ সভা ও বিদায় সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক ও কর্মকর্তা সমিতির নির্বাহী সদস্য মোহা. মাহাবুবুল আলম।
বার্ষিক সাধারণ সভায় কর্মকর্তা সমিতির কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বিপু বিগত বছরের আয় ও ব্যয়ের হিসাব উপস্থাপন করেন এবং উপস্থিত সমিতির সদসবৃন্দ তা অনুমোদন করেন। অনুষ্ঠানের এই পর্বে আরোও বক্তব্য রাখেন- রুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তৌহিদ আরিফ খান চৌধুরী, কর্মকর্তা সমিতির সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. হারুন অর রশিদ, প্রকৌশল শাখার নির্বাহী প্রকৌশলী মো. নোমান পারভেজ, সহকারী প্রকৌশলী মো. শাহানুর আলম, আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো. জুলফিকার ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কর্মকর্তা সমিতির সহ-সভাপতি মো. রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. নাসির উদ্দীন শাহ্, দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. রাইসুল ইসলাম রোজ, প্রচার সম্পাদক আ.ফ.ম. মাহমুদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী মো. মামুন অর রশিদ, মহিলা বিষয়ক সম্পাদক রাজেফা খাতুন, কার্যনির্বাহী সদস্য- প্রকৌশলী আসিফ আল আমিন, মো. মনিরুজ্জামান রাসেল, প্রকৌশলী নাঈম রহমান নিবিড় সহ বিভিন্ন দপ্তর প্রধান, শাখা প্রধানবৃন্দ, কর্মকর্তা সমিতির সাধারণ সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন কর্মকর্তা সমিতির পক্ষ থেকে প্রকৌশল শাখার বিদায়ী সিনিয়র নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব আলী খান ও তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিদায়ী সিনিয়ির টেনিক্যাল অফিসার মো. আব্দুল অদুদ-কে বিদায় সংবর্ধ্বনা প্রদান করা হয়। এছাড়াও সভায় রুয়েটে চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


প্রকাশিত: মে ৮, ২০২৩ | সময়: ৪:৫৫ পূর্বাহ্ণ | সুমন শেখ