সর্বশেষ সংবাদ :

উৎপাদন খরচ বেশি, বোরো ধানের দাম কম বাজারে

হাফিজার রহমান, বদলগাছী: নওগাঁর বদলগাছীতে উৎপাদন খরচের তুলনায় বাজারে বোরো ধানের দাম কম। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে ব্রি ধান, ২৮ব্রি ধান, জিরাশাইল ওকাটারিভোগ সহ আগাম জাতের ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা।
শুধু কৃষকেরাই নয় কৃষাণিরাও মাড়াই কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সব ধরণের ধান পেকে মাঠে দুল খাচ্ছে। শ্রমিক সংকটের কারণে কিছুটা হলেও বেকায়দায় পড়েছে কৃষকেরা। বদলগাছী উপজেলা এবার মোট ১১ হাজার ৭৪০ হেক্টের জমিতে ইরি-বোরো ধান চাষ আবাদ হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার মেট্রিক টন সে হিসাবে চালের লক্ষ্যমাত্রা ধরেছে ৪৫ হাজার মেট্রিক টন। আবহাওয়া ভালো থাকায় এবার ধানের ফলন খুব ভাল হচ্ছে।
উপজেলার সদর ইউপির চাংলা গ্রামের পলাশ হোসেন, জামান, সাইফুল সহ অনেকে বলেন এবার আবহাওয়া ভালো ও সময় মত সেচ দিতে পাড়াই ধানের ফলন বিঘা প্রতি ২২-২৩ মণ হারে হচ্ছে। কিন্ত উৎপাদন খরচ বেশি সেই তুলনায় বাজারে দাম কম। বাজারে জিরাশাল ধান ১০৫০টাকা খেকে ১১শ টাকা। গোলডেন সহ বিভিন্ন ধান ১ হাজার থেকে ১২শ টাকায় বাজার চলছে। হিসাব করে দেখা যাচ্ছে তেমন লাভ হচ্ছে না।
উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন চলতি বোরো মৌসুমে উপজেলায় ১১ হাজার ৭৪০ হেক্টর জমিতে ধান চাষ আবাদ হয়েছে। ফলনও ভালো হচ্ছে, এছাড়া ধান কর্তন খরচ কমানো ও সহজ করতে কস্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কাটা শুরু করেছি।


প্রকাশিত: মে ৮, ২০২৩ | সময়: ৪:৫৪ পূর্বাহ্ণ | সুমন শেখ