নিয়ামতপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

নিয়ামতপুর প্রতিনিধিঃ

বর্নাঢ্য আয়োজনে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। শুক্রবার ২৮ এপ্রিল সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে থেকে দিবসটি উপলক্ষে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্ত্বর প্রদক্ষিন করে পুনরায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, ওসি (তদন্ত) ফইমউদ্দিন।

 

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও দূর্ণীতি দমন কমিশন নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি বিমল প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা সুভাস প্রামানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার রাসেল রানা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল হান্নান, একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন, নিয়ামতপুর সরকারী কলেজের প্রভাষক মোদাচ্ছের হোসেন, মানবাধিকার কমিশন, নিয়ামতপুর উপজেলা সভাপতি বজলুর রশীদ, ব্র্যাক প্রতিনিধি আফরোজা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, কার্য নির্বাহী সদস্য সাহান সা প্রমূখ।

 

 

বক্তারা দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, আইনগত সহায়তার মাধ্যমে অসহায় বিচার প্রার্থী মানুষকে বিনামূল্যে আইনী সেবা দিচ্ছে সরকার। এতে আদালতে মামলার জট কমছে বলে মন্তব্য করেন। কর্মসূচীতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

 


প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৩ | সময়: ৪:৪৫ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর