শিবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার ভোরে ধানক্ষেতের পাশে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি বিজিবির সহায়তায় পুলিশ উদ্ধার করে। স্থানীয়দের ধারনা বিএসএফের গুলিতে ঐ ব্যক্তি মারা গেছে। তবে বিজিবি বলছে স্থানীয় কোন কারনে তিনি মারা গেছেন।
নিহত ব্যক্তি মৃত তৈয়মুর রহমানের ছেলে সাদিকুর রহমান (৩২) সাধু ।তিনি শাহবাজপুর ইউনিয়নের উপর চাকপাড়া গ্রামের বাসিন্দা।
সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম জানান, ‘সাদিকুর রহমান সোনামসজিদ বন্দরে ও কৃষিকাজ করে সংসার চালাত। সকালে কৃষকরা ক্ষেতে কাজে যাবার সময় লাশটি পড়ে থাকতে দেখে তাকে খবর দিলে তিনি এর সত্যতা পান।তিনি স্থানীয়দের উদৃতি দিয়ে আরও জানান, উপর চাকপাড়া গ্রামের সাদিকুর রাতের কোন এক সময় ভারতে চোরাচালান করতে যাবার সময় বিএসএফ সদস্যদের গুলিতে গুলিবিদ্ধ হলে তার অনুসারীরা সীমান্ত থেকে নিয়ে পালিয়ে আসার চেষ্টা করে বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। নিহতের গলার নিচে গুলি লেগেছে বলে মনে হচ্ছে। এসময় তার মৃত্যু হলে তারা মরদেহটি ধানক্ষেতের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
সাদিকুরের স্ত্রী পিয়ারা বেগম বলেন, ‘শনিবার ঈদের নামাজ পড়ে বাড়িতে দুপুরের খাবার খায় তার স্বামী। এরপর আসরের নামাজের পর কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি এবং রাতে আর ফেরেননি। সকালে লোকমুখে খবর পাই তার মরদেহ পড়ে আছে ধানখেতে।’
সাদিকুরের মা রেফুল বেগম বলেন, ‘আমার ছেলে কোনো অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল না। কেন তাঁকে গুলি করে হত্যা করা হলো?’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৮৩ নং মেইন পিলার থেকে প্রায় ১শ গজ বাংলাদেশের অভ্যান্তর থেকে ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গলায় একটি গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
অন্যদিকে ৫৯ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া একটি মরদেহ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত থেকে ফায়ারিং রেঞ্জের অনেক দুরে বাংলাদেশের অভ্যন্তরে ধান ক্ষেতে লাশটি পাওয়া গেছে। তবে এটি বিএসএফ রিলেটেড নয়। দেশের অভ্যন্তরীন ইস্যুতে কোন কারনে সাদিকুর মারা গেছে। যা তদন্ত করে পুলিশ এর রহস্য বের করবে।
বিজিবি অধিনায়ক আরও বলেন, ‘বিএসফের কোনো গুলির আওয়াজ শোনা যায়নি। আর আমরাও কোনো গুলি চালাইনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাচালানিদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সাদিকুর। এখন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সীমান্ত এলাকায় বিশেষ টহল চলছে।’


প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৩ | সময়: ৫:২৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর