বাগমারায় অবৈধ পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বাগমারা: বাগমারায় অবৈধ পুকুরখনন বন্ধ, ফসলী জমি রক্ষা ও খননকৃত মাটি ট্রাকটর যোগে পরিবহনের মাধ্যমে সরকারি রাস্তার ক্ষতিসাধন বন্ধ করার জন্য মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় বাগমারা পিচ এ্যামবাসেডর গ্রুপ পিএফজির উদ্যোগে এই আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আমাদের করনীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাগমারা পিএফজির সমন্ময়কারী সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্সের সভাপতিত্বে ও পিএফজি মেম্বার ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন পিএফজির উপদেষ্টা উপজেলা জাতীয় পার্টির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেব, পিএফজি মেম্বার ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক মেজবাউল হক দুলু, দি হাঙ্গার প্রজেক্ট জেলার সমন্ময়কারী মিজানুর রহমান, ইউয়ুত মবিলাইজেশন অফিসার মাসুম রাসেল, পিএফজি মেম্বার জাতীয় পাটির নেতা আব্দুস সামাদ, কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোয়াজ্জেম হোসেন, বাবু, হীরা খাতুন, রেশমা খাতুন, সাংবাদিক আফাজ্জল হোসেন, হেলাল উদ্দিন, আবু বাক্কার সুজন, আব্দুল মতিন, ইয়ুথ গ্রুপ মেম্বার নাইমুল, সোহাগ, নাজমুল, রবিউল, মিলন, তহমিনা, শিরিন, পারভীন প্রমূখ।


প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২ | সময়: ৬:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ