নাচোলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সুফিয়ান বিদ্যানিকেতনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় সুফিয়ান বিদ্যানিকেতন প্রাঙ্গনে নাচোল পাইলট উ”চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মোজাম্মেল হক এর সভাপতিত্বে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব হাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওরাইদুর রহমান, রাজশাহী সরকারী কলেজের সহকারী অধ্যাপক তোফায়েল আহম্মেদ, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের (অবসর প্রাপ্ত) সহকারী শিক্ষক মোঃ আসাদুল্লাহ,আনিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক আনারুল ইসলাম, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম, বরজাহান আলী, আতিকুর রহমান বাবু প্রমুখ। এছাড়া অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন নাচোল (১)সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা খাতুন।

 

 

 

 

 

কৃতিশিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মিঠন চন্দ্র, বিদায়ী শির্ক্ষীদের মধ্য থেকে বক্তব্য রাখেন রায়হান কবীর ও মারুফা আক্তার মিম। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন নাজমুল হোসেন ও পবিত্র গীতা পাঠ করেন সূচনা রানী। অনুষ্ঠানে স্বগত বক্তব্য প্রদান করেন সুফিয়ান বিদ্যানিকেতনের পরিচালক আবু সুফিয়ান নয়ন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার। আলোচনা শেষে পঞ্চম শ্রেনী বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থী ১৪জন, ২০২১ সালের এসএসসি পরীক্ষার জিপি-৫ প্রাপ্ত ২২জন ও ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৬জনকে ক্রেস প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়। সেই সাথে ২০২৩ সালের এসএসসি শির্ক্ষাীদের বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দ্যেশে দিক নিদের্শনামূলক বক্তব্য উপস্থাপক করতে গিয়ে বলেন, জীবনে প্রতিষ্ঠা পেতে গেলে আগে তোমার লক্ষ্য নির্ধারন করতে হবে। উন্নত বিশ্বের সংগের তাল মিলিয়ে চলতে গেলে শিক্ষার উন্নয়নের কোন বিকল্প নাই। তাই শিক্ষাকে তোমরা ভালোমত আঁকড়ে ধরো। মোবাইল ফোন ব্যবহার থেকে দুরে থাকো। এছাড়া ইভটিজিং, বাল্যবিয়ে ও মাদক সেবন থেকে বিরত থাকতে হবে।

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৩ | সময়: ১০:৪৭ অপরাহ্ণ | Daily Sunshine