পুতিনের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প বললেন রুশ প্রেসিডেন্ট ‘জিনিয়াস’, ক্ষমতায় আমি থাকলে এ সমস্যা হত না

ঢাকা অফিস: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রিপাবলিকান প্রশাসন থাকলে ইউক্রেনে এ সংকট হতো না। ইউক্রেনের দুটি অংশকে পুতিনের স্বাধীন ঘোষণাকে ট্রাম্প বলেন, এটা সত্যিই দারুণ! এটা চমৎকার একটা বিষয়!’ ট্রাম্প বলেন, পুতিনকে ভালো করেই চিনি। এখন যা করছেন, ট্রাম্প প্রশাসনের সময় পুতিন কখনোই এটা করতেন না। পুতিনের কৌশল ছিল খুবই ‘স্মার্ট’। যুক্তরাষ্ট্রও মেক্সিকো সীমান্তে পুতিনের এ কৌশলের আশ্রয় নিতে পারত। পুতিনের পূর্ব ইউক্রেনে রুশ সেনা পাঠানোর ব্যাপারে ট্রাম্প আরও বলেন, ‘এখন তো এটা শুরু হয়েছে। জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। পুতিন সব সময় যেটা চান, এখন তিনি শুধু সেটাই পাচ্ছেন না, বরং এর চেয়েও বেশি কিছু পাচ্ছেন। কারণ, তেল ও গ্যাসের দাম বাড়ছে। মস্কো আরও ধনী হচ্ছে।’ ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন যদি এটা ভালোভাবে সামাল দিতে পারতেন, তাহলে ইউক্রেনের এ সংকট এড়ানো যেত।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২ | সময়: ২:৩২ অপরাহ্ণ | সুমন শেখ