সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে অগ্নিকান্ডে বাড়ি ভস্মিভূত, গৃহকর্তা ছেলে ও দুটি গরু দগ্ধ

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে আকস্মিক অগ্নিকান্ডে খলিলুর রহমান (৬২) নামে এক কৃষকের বাড়ির তিনটি ঘর পুড়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে বাড়ির মালিক ও তার ছেলেসহ গোয়ালঘরে বাঁধা দুটি গরু দগ্ধ হয়েছে। বুধবার বিকাল চারটার দিকে উপজেলার বনপাড়া পৌরসভার হারোয়া উত্তরপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম জানান, বুধবার বিকালে বাড়ির রান্নাঘর থেকে আকস্মিক আগুনের সুত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের গোয়ালঘরসহ অন্য একটি ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় গোয়ালঘরে থাকা দুটি গরু দগ্ধ হয়। একই সঙ্গে আগুন নেভাতে গিয়ে বাড়ির মালিক খলিলুর রহমান ও তার ছেলে সোহেল রানার (৩০) শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যায়।
খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কমপক্ষে তিন লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ কৃষকের।


প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩ | সময়: ৫:৩৪ পূর্বাহ্ণ | সুমন শেখ