পরিদর্শন করলেন রাসিক মেয়র রাজশাহী সাধারণ গ্রন্থাগারের ছাদ ঢালাইয়ের কাজ শুরু

স্টাফ রিপোর্টার : রাজশাহী সাধারণ গ্রন্থাগারের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। রবিবার দুপুরে রাজশাহী মহানগরীর মিয়াপাড়াস্থ রাজশাহী সাধারণ গ্রন্থাগারের ছাদ ঢালাইয়ের কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
উল্লেখ্য, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২ কোটি ৭৭ লাখ ১৭ হাজার টাকা ব্যয়ে রাজশাহী সাধারণ গ্রন্থাগারের অবশিষ্টাংশ নির্মাণ করা হচ্ছে।
পরিদর্শনকালে বঙ্গবন্ধু পরিষদ ও কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মোঃ তানবিরুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নুর ইসলাম তুষার, উপ-প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী উন্নয়ন মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, সহকারী প্রকৌশলী অনন্য ইসলাম নির্ঝর, উপ-সহকারী প্রকৌশলী (সংশ্লিষ্ট প্রকল্প) মোঃ পারভেজ মোশারফ, উপ-সহকারী প্রকৌশলী (সংশ্লিষ্ট প্রকল্প) মোঃ মেহেদী হাসান (সিমান্ত), কার্য-সহকারী অর্ক চক্রবর্তী সাগর, কার্য-সহকারী (সংশ্লিষ্ট প্রকল্প) ইমান পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩ | সময়: ৪:৫৪ পূর্বাহ্ণ | সুমন শেখ