মাশরাফির চোখে এই জয়টা একটু আলাদা, কারণ…

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়াকে ৪-১, নিউ জিল্যান্ডকে ৩-২ ব্যবধানে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। পূর্ণ শক্তির বাংলাদেশ দল অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে সেবার ঘরের মাঠে নাস্তানাবুদ করেছিল তাসমান পাড়ের দুই দেশের দলকে।
এবার বাংলাদেশ ইংল্যান্ডকেও হারাল টি-টোয়েন্টি সিরিজে। তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে সিরিজ। তবে এবারের জয়টা মাশরাফি বিন মুর্তজার চোখে একটু আলাদা, একটু ভিন্ন। তরুণ ক্রিকেটারদের নিয়ে নতুন দল হয়ে উঠা এবং সিরিজ জয়কে মাশরাফি অনেক বড় সাফল্য বলে মনে করছেন।
সঙ্গে সাকিব ও হাথুরুসিংহে জুটি টি-টোয়েন্টি দল গুছিয়ে আনছে বলে বেশ খুশি মাশরাফি। নিজের ফেসবুক স্ট্যাটাসে আওড়ে দিয়েছেন বাংলাদেশের স্তুতিগাঁথায়। মাশরাফি লিখেছেন, ‘অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড এবার ইংল্যান্ড দেশের মাঠে বড় তিনটা দলকে টি-টিয়োন্টি সিরিজ হারালো বাংলাদেশ। তবে এই জয়টা একটু আলাদা কারণ, তরুণদের নিয়ে যে ভাবে দলটা গড়ছে সেটা এক কোথায় অসাধারণ।’
‘টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজানো দরকার ছিল। হাথুরুসিংহে এবং সাকিব দারুণভাবে সে কাজটা করেছে। ভালো উইকেটে এ দলটারও কঠিন সময় আসবে, কিন্তু সবার ধৈর্য রাখা জরুরি।’ ‘তরুণদেরকে এই ফরমেট খেলার সুযোগ করে দিতে হবে এবং এর মধ্যে দিয়েই আস্তে আস্তে দারুণ একটা দল হবে ইনশাল্লাহ। অনেক দেরিতে হলেও এই চেন্জটা টি-টোয়েন্টিতে খুব প্রয়োজন ছিলো। যদিও এটা একান্তই আমার মতামত।’ ‘শান্ত ইউ বিউটি ম্যান, মিরাজ অসাধারণ, পুরো বোলিং ইউনিট দারুণ।’ ‘অভিনন্দন বাংলাদেশ।’


প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩ | সময়: ৪:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ