সর্বশেষ সংবাদ :

৩ ঘণ্টা পর রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে

সানশাইন ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবিরে লাগা আগুন প্রায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রোববার দুপুর আড়াইটার দিকে লাগা আগুন বিকাল সোয়া ৫টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। তাদের সাতটি ইউনিট কাজ করেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে রোহিঙ্গা শিবিরের কী সংখ্যক বসতঘর পুড়েছে তার কোনো হিসাব তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, দুপুর আড়াইটায় উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি-ব্লকে হঠাৎ করে আগুনের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন বিভিন্ন বসতঘরে ছড়িয়ে যায়। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আগুন আশপাশের ১০, ১১ ও ১২ নম্বর আশ্রয় শিবিরেও ছড়িয়ে পড়ে।


প্রকাশিত: মার্চ ৬, ২০২৩ | সময়: ৬:১৭ পূর্বাহ্ণ | সুমন শেখ