বিসিএলে খেলবেন এশিয়া কাপ জেতা যুবারা

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ জেতার স্বস্তি নিয়ে একদিন আগেই দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার জানা গেল তাদের নতুন ব্যস্ততা। বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে সংস্করণে খেলবেন তারা। মঙ্গলবার টুর্নামেন্টের চার দলের স্কোয়াড ও সূচি ঘোষণা করে বিসিবি।
যুব এশিয়া কাপজয়ী অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির পাশাপাশি বিসিএলের ওয়ানডে সংস্করণে আছেন আরও বেশ কয়েকজন এশিয়া কাপজয়ী ক্রিকেটার। তারা হলেন- জিসান আলম, আশিকুর রহমান শিবলী, আরিফুল ইসলাম, ওয়াসি সিদ্দিকী ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। তবে এই টুর্নামেন্টে কোনো পেসারের জায়গা হয়নি।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৪ ডিসেম্বর শুরু হবে বিসিএলের ওয়ানডে সংস্করণে। লিগ পর্বের তিন ম্যাচের সবগুলো আয়োজিত হবে সেখানে। লিগপর্বের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৬ ও ২৮ ডিসেম্বর। ম্যাচগুলো হবে দিনে। তবে আগামী ৩০ ডিসেম্বরের মিরপুরে ফাইনাল অনুষ্ঠিত হবে ফ্লাডলাইটের আলোয়।


প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩ | সময়: ৬:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ