সর্বশেষ সংবাদ :

রাসিক মেয়রের সাথে ব্রিটিশ অ্যামেরিকান টোবোকোর এমডির সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর শেহজাদ মুনিম। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে মাননীয় মেয়রের দপ্তরকক্ষে সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।
সভায় জানানো হয়, রাজশাহী সিটি কর্পোরেশনকে গত চার বছরে প্রায় ৪০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করে ব্রিটিশ আমেরিকান টোবাকো। আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।পদ্মাপাড়ে আগত দর্শনার্থীদের সুপেয় পানির জন্য আরও কয়েকটি ট্যাংক বসানো হবে বলে জানান। সোলার সিস্টেম, সৌন্দর্য্যবর্ধন, রিনেইবল এনার্জি বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, জোন কাউন্সিলর শিরিন আকতার, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর শেহজাদ মুনিম, কনসালটেন্ট এক্সটার্নাল রিলেশনস আখতার আনোয়ার খান, সিনিয়র ম্যানেজার সাসটেইনাবিলিটি এ্যাফেয়ারস আহমেদ রায়হান আহসানুল্লাহ, বিজনেস কমিউনিকেশন ম্যানেজার ফুয়াদ বিন সাজ্জাদ, রাজশাহীর রিজিওনাল ম্যানেজার নাভিদ নজরুল প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৩ | সময়: ৬:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ