সর্বশেষ সংবাদ :

জামাতে নামাজ আদায়ের পুরস্কার পেল ১৩ কিশোর

স্টাফ রিপোর্টার : নগরীর ১৯ নং ওয়ার্ড শিরোইল কলোনি পশ্চিমপাড়া জামে মসজিদে কিশোরদের উৎসাহিত করতে ৪০ দিনব্যাপি পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামায আদায় প্রতিযোগিতায় উত্তীর্ন ১৩ জনের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি থেকে এসব বাইসাইকেল বিতরণ করেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
উক্ত মসজিদ কমিটির সহ সভাপতি আলহাজ্ব সুলতান এর উদ্যোগ্যে এ নামাজ প্রতিযোহিতা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বাদ আসর আলহাজ্ব মো. সুলতানের সভাপতিত্বে মো. উজ্জ্বল নেওয়াজের পরিচালনায় উপস্থিত ছিলেন বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদের ঈমাম মুফতি মো. মুজাহিদুল ইসলাম, প্রভাষক মো মিজানুর রহমান, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, আলহাজ্ব মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।
এসময় কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন এই রকম মহতি উদ্যোগ আমাদের সমাজ কে কুলষিত হওয়ার পথ থেকে দূরে রাখবে,তরুন যুবক রা অসৎপথ পরিহার করে নামাযের দিকে ধাবিত হবে, এছাড়াও মাদক মুক্ত ও পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হবার আহব্বান জানান। উক্ত সাইকেল বিতরণ অনুষ্ঠানে ১৩ জন কিশোর কে জামাতের সাথে ৪০ দিন নামায আদায়ের জন্য নতুন বাইসাইকেল ও অন্যান্য নামাযে অংশগ্রহণ কারী কিশোর দের মাঝে স্কুল ব্যাগ ও জায়নামায,টুপি বিতরণ করা হয়।


প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩ | সময়: ৬:৫৬ পূর্বাহ্ণ | সুমন শেখ