রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: শিক্ষা বিষয়ক পূর্ণাঙ্গ টেলিভিশনের চ্যানেল চালুর প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা। একইসঙ্গে বেসরকারি শিক্ষকদের জন্য নীতিমালা করার প্রস্তাবও দিয়েছেন তারা। তিন দিনব্যাপী বার্ষিক জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মত বিনিময়ে জেলা প্রশাসকরা এসব প্রস্তাব দেন।
মত বিনিময়ের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের বলেন, শিক্ষা বিষয়ক পূর্ণাঙ্গ টেলিভিশন নিয়ে কাজ চলছে। জেলা প্রশাসকরা বেসরকারি শিক্ষকদের নীতিমালা করারও প্রস্তাব দিয়েছেন, ভালো প্রস্তাব। এটা নিয়েও কাজ চলছে। হাওর অঞ্চলে ছুটির ভিন্ন ক্যালেন্ডার প্রস্তাব দিয়েছেন তারা। এছাড়া কারিগরি শিক্ষায় বয়সের বাধা তুলে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।
দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে ডিসিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাঠ্যবইয়ের ভুল সংশোধনের বিষয়ে ডিসিদের অবহিত করা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার ‘ডিসি কনফারেন্স-২০২৩’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক কার্য অধিবেশন অনুষ্ঠিত হয়।