সর্বশেষ সংবাদ :

দুর্গাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কেটে নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া মহাবিদ্যালয়ের প্রধান ফটকের সামনের পাকারাস্তা সংলগ্ন সরকারি চারটি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী শাহ্’র বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে রাস্তার মাটি ধ্বসে পুকুরের মধ্যে পড়ে যায় গাছ গুলো। পরে সেই গাছ নওপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও বিএনপি নেতা হোসেন আলী শাহ্ এবং নওপাড়া গ্রামের বিএনপি নেতা সবাব আলী জোয়ার্দ্দারের নেতৃত্বে ওই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে ইদ্রিস আলী, সবাব আলী জোয়াদ্দার্রের ছেলে মোস্তাকিম জোয়ার্দ্দার, ইদ্রিস আলীর ছেলে ইমন আলী সোমবার দুপুর আড়াইটার দিকে সরকারি রাস্তার পুকুরের মধ্যে ধ্বসে পড়া একটি আমগাছ, দুটি কাঁঠালগাছ ও বাবলাগাছ কেটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায়।

নওপাড়া গ্রামের ইউপি সদস্য জয়নুল আবেদিন জানান, গাছ কাটতে বারবার নিষেধ করা হলেও জোরপূর্বক গাছ গুলো কেটে নেয় তারা। এই গাছ গুলো ইতিপূর্বে উজানখলসি ইউনিয়ন ভূমি অফিসের সহকারি নায়েব মঞ্জুর হাসান ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা পরিদর্শন করেন।

এছাড়া নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

উজানখলসি ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মঞ্জুর হাসান জানান, ওই সময় গাছ গুলো পরিদর্শন করা হয়েছে। গাছ গুলো সরকারি রাস্তার পাশ থেকে মাটি ধ্বসে পুকুরে পড়ে গেছে। গাছ গুলো কলেজের নয়, সরকারের।

নওপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল আলম শফি বলেন, মাটি ধ্বসে গাছ গুলো পড়ে যাবার পর ইউএনও মহোদয় ভূমি অফিসের লোকজন সহ পরিদর্শন করেছেন। কিন্তু বিএনপি নেতা হোসেন শাহ লোকজন নিয়ে এভাবে গাছ গুলো কেটে নিবে এটা ভাবতেও পারিনি। বিষয়টি উপর মহলে জানানো হবে।

উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩ | সময়: ৭:৪৫ অপরাহ্ণ | সানশাইন