সর্বশেষ সংবাদ :

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় দলের প্রধান কোচ নিয়োগ

স্পোর্টস ডেস্ক: ‘ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগেই হেড কোচ নিয়োগ হবে।’ দুদিন আগে গুলশানের ‘ওয়েস্টইন’ হোটেলে বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেছেন এ কথা। বিসিবির অন্যতম সিনিয়র পরিচালক ও জাতীয় দলের পরিচর্য্যা, তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও আজ শনিবার একই কথাই বলেছেন।
শনিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম লাগোয়া শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রধান অতিথি হয়ে এসে উপস্থিত সংবাদিকদের সাথে ক্রিকেট নিয়েও কিছু কথাবার্তা বলেছেন জালাল ইউনুস। সেখানে তিনি বলেন, ‘আমরা ফেব্রুয়ারির মধ্যে জাতীয় দলের প্রধান কোচ নিয়োগের কাজটা সেরে ফেলতে চাই। কেউ কেউ শর্ট লিস্ট দিচ্ছে। কয়েকজন কোচের ঢাকায় এসে ইন্টারভিউ দেয়ার কথাও শোনা যাচ্ছে।
সে সম্পর্কে জালাল ইউনুসের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বাজারে অনেক কথাই শোনা যাচ্ছে। কিছু নামও উঠে আসছে। এমনও শুনছি আমরা নাকি ফেব্রুয়ারিতে কয়েকজনকে ইন্টারভিউতে ডাকবো। তবে আমি বলবো এখন পর্যন্ত কোন কিছুই হয়নি। আমরা কোচের সন্ধানে আছি এবং মার্চে ইংল্যান্ডের সাথে দেশের মাটিতে সিরিজের আগেই নতুন বিদেশি হেড কোচ নিয়োগ চূড়ান্ত হবে।’
প্রসঙ্গতঃ ১ মার্চ রাজধানীতে পা রাখবে ইংলিশরা। তার আগে ফেব্রুয়ারিতেই হেড কোচ চূড়ান্ত হবে। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন চন্ডিকা হাথুরুসিংহেকেই আবার ফিরিয়ে আনতে চায় বিসিবি। এদিকে ভারতের টি-টোয়েন্টি স্পেশালিস্ট শ্রীধরন শ্রীরামও টি-টোয়েণ্টি ফরম্যাটে টেকনক্যাল অ্যাডভাইজার হয়ে কাজ করবেন। হাাথুরু তা মানবেন কি না? তা নিয়ে সংশয় আছে। সে কারণেই নাকি কোচ নিয়োগে বিলম্ব।


প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩ | সময়: ৫:৪০ পূর্বাহ্ণ | সুমন শেখ