রুয়েটে মাদক ও ধুমপান মুক্ত ক্যাম্পাস গড়তে সচেতনতামূলক র‌্যালি

স্টাফ রিপোর্টারঃ

 

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর উদ্যোগে শনিবার (৩১ ডিসেম্বর) মাদক ও ধুমপান মুক্ত ক্যাম্পাস গড়তে এক জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয় এবং ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন রুয়েট ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন সহ বিভিন্ন দপ্তর, বিভাগ, শাখা প্রধানগণ, বিশিষ্ট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

সানশাইন/টিএ


প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২২ | সময়: ৭:০৭ অপরাহ্ণ | Daily Sunshine