সর্বশেষ সংবাদ :

রাজশাহী নগরীতে অ্যালকোহল উদ্ধার, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ৮০ লিটার অ্যালকোহল-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মো: মিজানুর রহমান (২২) ও মো: মাসুদ রানা (৩৮)। মিজানুর রহমান রাজশাহী জেলার মোহনপুর থানার ধোরশা গ্রামের মৃত এন্তাজুর রহমানের ছেলে ও মাসুদ রানা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার খরবোনা নদীর ধার এলাকার মো: আব্দুল জব্বারের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গত শনিবার রাত পৌনে ৮ টায় আরএমপি’র বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তৌহিদুল আরিফের নেতৃত্বে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: মাজহারুল ইসলাম, এসআই কিংকর লাল মন্ডল ও তার টিম থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বোয়ালিয়া মডেল থানার পিএন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একজন ব্যক্তি অ্যালকোহল-সহ অবস্থান করছে।
সংবাদের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া থানা পুলিশের ঐ টিম রাত ৮টায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৮০ লিটার অ্যালকোহল উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১১ টায় কুমারপাড়া এলাকা হতে আসামি মাসুদ রানাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মাসুদ রানা জানায়, অ্যালকোহল গুলো মো: সালাম ও মো: হান্নান নামের ব্যক্তির। আসামি মিজান অ্যালকোহল গুলো তাদের দেওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিল। আসামি সালাম ও হান্নানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২ | সময়: ৬:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ