বৃষ্টিবিঘ্নিত এশিয়া কাপ, পাকিস্তানের নতুন প্রস্তাব

স্পোর্টস ডেস্ক: বৃষ্টির কারণে ভেসে যাচ্ছে এশিয়া কাপের ম্যাচ। ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচের পর এবার বাকি ম্যাচগুলোতেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি। সুপার ফোরের ম্যাচ সহ ফাইনালও ভেসে যাওয়ার আশঙ্কায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) নতুন প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি’র ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ শ্রীলঙ্কার প্রতিকূল আবহাওয়ার কারণে এশিয়া কাপের বাকি ম্যাচগুলি পাকিস্তানে সরিয়ে নেওয়ার প্রস্তাব করেছেন। সেক্ষেত্রে ভারত-পাকিস্তান ম্যাচের জন্যেও বিকল্প উপায় ঠিক করে রেখেছেন তিনি। পাকিস্তানি গণমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, এ বিষয়ে এসিসি সভাপতি জয় শাহের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন জাকা আশরাফ। সমাধান হিসাবে এশিয়া কাপের ম্যাচগুলি পাকিস্তানে নেওয়ার প্রস্তাব করেছিলেন তিনি।
যেহেতু নিরাপত্তার ইস্যুতে ভারত পাকিস্তানে খেলতে যাবে না। সে হিসেবে এই দুই দলের ম্যাচের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইর নামও প্রস্তাব করেন পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ কর্তা। আশরাফের প্রস্তাবের জবাবে জয় শাহ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন।
এদিকে, এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচগুলো হাম্বানটোটায় সরিয়ে নেওয়ার প্রস্তাব করেছে শ্রীলঙ্কা। ডেইলি মিররের প্রতিবেদন অনুযায়ী, এসিসি ও শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে। বিষয়টি এসএলসি’র এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ক্যান্ডিতে বৃষ্টির কারণে পাকিস্তান-ভারত ম্যাচটি পরিত্যক্ত হয়। আজ ভারত ও নেপালের মধ্যকার ম্যাচটিও বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৩ | সময়: ৬:২৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর