সর্বশেষ সংবাদ :

রাবিতে নির্মাণ হচ্ছে ভেটেরিনারি টিচিং হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি টিচিং হাসপাতাল এন্ড রিসার্স সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবন চত্বরে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। সেন্টারটিতে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থীরা তাদের ব্যবহারিক শিক্ষা ও গবেষণা করতে পারবেন।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যদ্বয় অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক মো. হুমায়ুন কবীর। ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. আব্দুল আলিম, ফিশারীজ অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ইসতিয়াক হোসেন, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি অধ্যাপক মোছা. ইসমত আরা বেগম ও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বক্তৃতা করেন।

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার তাঁর বক্তৃতায় বলেন, এই হাসপাতাল ও সেন্টারের মাধ্যমে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী ও গবেষকগণ হাতে কলমে শিক্ষাগ্রহণ করতে পারবে। এছাড়া প্রাণী চিকিৎসার সুযোগসহ এমএস, এমফিল ও পিএইচডি গবেষকদের গবেষণার সুযোগ সৃষ্টি হবে। ডিভিএম কোর্সের শিক্ষার্থীরা ইন্টারশিপও করতে পারবে।

 

তিনি আরও বলেন, প্রায় ২৮ কাঠাজুড়ে পরিকল্পিত এই হাসপাতালের প্রথম পর্যায়ে ৭ কাঠার ওপর নির্মাণ কাজ শুরু করা হলো। সামগ্রিকভাবে এই অঞ্চলে দক্ষ প্রাণী চিকিৎসক গড়ে উঠবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত প্রক্টর সারওয়ার জাহান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, উপ-পরিচালক (হিসাব) মো. গোলাম কিবরিয়াসহ কৃষি অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকগণ উপস্থিত ছিলেন।

সানশাইন / শামি

 

 


প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২ | সময়: ৮:২১ অপরাহ্ণ | Daily Sunshine