চীনে কারখানার আগুনে ৩৮ মৃত্যু

সানশাইন ডেস্ক: চীনের হেনান প্রদেশে একটি কারখানায় আগুন লেগে ৩৮ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত দুজন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আনিয়াং শহরের ‘হাই-টেক জোন’ হিসেবে পরিচিত ওয়েনফেং এলাকার কাইশিন্ডা ট্রেডিং কোম্পানি লিমিটেডে সোমবার বিকালে এই অগ্নিকাণ্ড ঘটে।
ভয়াবহ ওই আগুন নেভাতে সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৬৩টি গাড়ি। স্থানীয় সময় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও পুরোপুরি নেভাতে রাত ১১টা বেজে যায়। স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে মোট ৩৮ জনের মৃত্যুর খবর জানায়। আরও দুজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিসিটিভির খবরে বলা হয়, নিহতদের অধিকাংশই নারী। তারা ওই কারখানায় শীতের পোশাক তৈরির কাজে যুক্ত ছিলেন। চীন সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এই শোকের মধ্যে নিহতদের পরিবারগুলোকে মানসিকভাবে সহায়তা দিতে সেখানে কাউন্সেলর পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।


প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২ | সময়: ৬:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ