নগরীতে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে ক্ষতিপূরণের ৬ কোটি ৫৭ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) দুপুর ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের কাছে চেক বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
উক্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. শামসুল ইসলাম।
উল্লেখ্য, ৪৫ জন ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে- নগরীর ফুদকিপাড়া গ্রামের মোসা. আনোয়ারা বেগম বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় ক্রীড়া স্কুল প্রতিষ্ঠান প্রকল্পে পেয়েছেন ১ কোটি ১০ লাখ টাকা। একই এলাকার আব্দুল মমিন পেয়েছেন ৭১ লাখ ৮৫ হাজার টাকা। একই এলাকার নিজাম উদ্দিন পেয়েছেন ৩৪ লাখ ৭৫ হাজার টাকা। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য ক্ষতিগ্রস্তদের মাঝে বাকি অর্থ বন্টন করা হয়।
এ সময় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা জানান, পূর্বে অধিগ্রহণকৃত জমির টাকা উত্তোলন করতে স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যেত, তবুও ক্ষতিগ্রস্ত ভূমির মালিকেরা নিজের প্রাপ্য টাকা পেতেন না। আবার পেলেও অনেক কাট-খড় পোড়াতে হত। কিন্তু বতর্মান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জবাবদিহিতামূলক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। তাই স্বল্প সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ভূমির মালিকরা তিনগুণ মূল্য ক্ষতিপূরণ পেয়ে জেলা প্রশাসকের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন।


প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২ | সময়: ৬:০৩ পূর্বাহ্ণ | সুমন শেখ