সর্বশেষ সংবাদ :

মহাদেবপুরে কৃষি ঋণ মেলার উদ্বোধন

মহাদেবপুর প্রতিনিধি: মহাদেবপুরে সহজ শর্তে কৃষি ঋণ প্রদানের লক্ষে কৃষি মেলা ২০২২ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিলটন চন্দ্র রায়। কৃষিখাতে অগ্রগতি আরও প্রসারিত করার লক্ষে মহাদেবপুর উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করে। উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসান, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, রাকাব জোনাল কার্যালয় নওগাঁ এর ডিজিএম নবিউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, সোনালী ব্যাংক মহাদেবপুর শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান, কৃষি ব্যাংক মহাদেবপুর শাখার ব্যবস্থাপক মামুন খান প্রমুখ।
জানাগেছে, ৭ এবং ৮ নভেম্বর গ্রাহক পর্যায়ে মেলার মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে এবং আবেদনপত্র যাচাই বাছাই অন্তে আগামী ১৪ নভেম্বর জেলা প্রশাসন নওগাঁর মাধ্যমে সহজ শর্তে কৃষি ঋণ প্রদান করা হবে। উল্লেখ্য যে, উক্ত মেলায় উপজেলার সোনালী, কৃষি, জনতা, প্রাইম ব্যাংক সহ মোট ১৪টি ব্যাংক স্টল দিয়েছে।


প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২ | সময়: ৫:২৮ পূর্বাহ্ণ | সুমন শেখ