সাহিত্য বন্ধন রাজশাহী বিভাগীয় কমিটির অভিষেক ও সাহিত্য সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

 

সাহিত্যবন্ধন রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে নতুন কমিটির অভিষেক ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর ) দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমি চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি আফরোজা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাহিত্যবন্ধন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও নিবার্হী প্রধান জেসমিন দীপা।

প্রধান আলোচক  হিসেবে উপস্থিত ছিলেন,আদিনা সরকারি ফজলুল হক সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ লেখক পরিষদের সভাপতি শামসুল ইসলাম টুকু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম প্রমুখ। অভিষেক অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিটির নতুন কমিটির অভিষেক হয় ও কমিটির সদস্যদেরকে বরণ করা হয়। পরে কবিতা আবৃত্তি, অনুভূতি প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

 

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২ | সময়: ৮:৫২ অপরাহ্ণ | Daily Sunshine