সর্বশেষ সংবাদ :

গুরুদাসপুরে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

গুরুদাসপুর প্রতিনিধিঃ

 

নাটোরের গুরুদাসপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ, সার ও উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে এসব বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।

 

 

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) শ্রাবণী রায়ের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মতিয়র রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ এবং কৃষি কর্মকর্তা হারুনর রশীদ।উপজেলা প্রশাসনের সহায়তায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ বিতরণ অনুষ্ঠানে কৃষকদের বিভিন্ন রকম পরামর্শও দেয়া হয়।

 

 

এই ছাড়া উপজেলার ৯০ জন কৃষককে ৯০ বিঘা জমিতে প্রণোদনার ওই বীজ, সার ও অন্যান্য উপকরণ দেওয়া হয়। এজন্য কৃষকদের জনপ্রতি ৮ হাজার করে মোট ৭ লাখ ২০ হাজার টাকার ওই সরকারি সহায়তা দেওয়া হয়।

 

 

 

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২ | সময়: ৮:৫৫ অপরাহ্ণ | Daily Sunshine