জেলা পরিষদ নির্বাচনে তানোরে চেয়ারম্যানপদে ইকবাল, সদস্যপদে স্বপন ও নারী সদস্যপদে শিউলী নির্বাচিত

 

তানোর প্রতিনিধিঃ

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল কাপ-পিরিচ প্রতীকে তানোরে মোট ৭৩ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান আক্তার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪৪ ভোট। ইকবাল নিকটতম প্রার্থীর চেয়ে ২৯ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

 

 

এছাড়া জেলা পরিষদ নির্বাচনে তানোর ২ নম্বর সদস্যপদে মাইনুল ইসলাম স্বপন তালা প্রতীকে ৫৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী এ্যাডভোকেট গোলাম মোস্তফা হাতি প্রতীকে ২৪ ভোট পেয়েছেন। স্বপন নিকটতম প্রার্থীর চেয়ে ৩২ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

 

 

অপরদিকে, নারী সদস্যপদে শিউলী বেগম হরিণ প্রতীকে ৬৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী ত্রিষনা দেবী দোয়াত কলম প্রতীকে ৩৭ ভোট পেয়েছেন। শিউলী বেগম নিকটতম প্রার্থীর চেয়ে ২৮ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সরকারি ভাবে ভোটের ফলাফল পাওয়া যায়নি।

 

 

আজ (১৭ অক্টোবর) সোমবার সকাল ৯টায় এই প্রথম ইভিএম পদ্ধতিতে জেলা পরিষদ নির্বাচনে তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান ছাড়াও উপজেলার ৭টি ইউনিয়নের মেম্বার-চেয়ারম্যান এবং দুইটি পৌরসভার মেয়র-কাউন্সিলর মিলে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

 

এতে মোট ভোটর সংখ্যা ছিল ১২০ জন। এরমধ্যে ১১৯টি ভোট গ্রহণ করা হয়। একজন ভোটার অনুপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেন নির্বাচনে আইন-শৃংখলা নিয়ন্ত্রণকারী কর্মকর্তা তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ।

 

 

সানশাইন/তৈয়ব

 


প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২২ | সময়: ৯:৩৪ অপরাহ্ণ | Daily Sunshine