সর্বশেষ সংবাদ :

রাবিতে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘শেখ হাসিনার বৈশ্বিক ভাবমূর্তি: প্রসঙ্গ রোহিঙ্গা প্রত্যাবাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটির আয়োজন করেন বাংলাদেশ প্রগতিশীল কলাম লেখক ফোরাম।

 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান মো. শামসুদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক ) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

 

অনুষ্ঠানে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘বর্তমানে আমরা যে জটিল সমস্যাগুলোর মধ্য দিয়ে যাচ্ছি তার মধ্যে অন্যতম রোহিঙ্গা সমস্যা। রোহিঙ্গাদের মধ্যে ফিরে যাবার একটা আকাক্সক্ষা আমরা লক্ষ করেছিলাম। তাদের ফিরে যাবার আন্দোলনের পক্ষে মাস্টার মহিবুল্লাহ নামে এক রোহিঙ্গা নেতা শক্তিশালী ভূমিকা পালন করেছিলেন। কিš‘ তাকেও হত্যা করা হয়েছে। যাতে তাদের এ আন্দোলন আর বেগবান না হয়।’

 

মেয়র আরও বলেন, ‘মিয়ানমার পুরো বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে সেটিও আবার বছরের পর বছর। কাদের পৃষ্টপোষকতায় তারা এটি করছে সেটা সকলের বোঝা উচিৎ। রোহিঙ্গা সমস্যা নিয়ে সবাই আমাদেরকে আশ্বস্ত করছেন। কিন্তু এখন পর্যন্ত আমরা এমন কাউকে দেখিনি যারা কার্যকরী কিছু করেছেন। তবে ভালো লাগার বিষয় গাম্বিয়া আমাদের এই সমস্যাটা নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে। তারা যদি করতে পারে তাহলে আমরা কি উন্নত বিশ্বের কাছে আশা করতে পারি না?’

 

সেমিনারে ফোরামের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বলেন, ‘রোহিঙ্গা সমস্যা আমাদের নিজস্ব সমস্যা না। এটা চাপিয়ে দেওয়া সমস্যা। এই সমস্যা দীর্ঘস্থায়ী হওয়ার ফলে আরও অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। আমরা এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বান করছি। সেই সাথে প্রত্যাশা করব রোহিঙ্গারা তাদের নিজেদের দেশে ফিরে যাবেন।’

 

অনুষ্ঠানের সভাপতি রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কর্মের মাধ্যমে অনেক আগেই তার ভাবমূর্তি বিশ্বের দরবারে তুলে ধরেছেন। তার ধমনিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত। ২০১৭ সালে রোহিঙ্গারা এ দেশে আসার পর থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এসে বিভিন্ন সময় অনেক কথাই বলেছেন কিন্তু কিছুই করেননি। শুধু একজনই করেছেন, তিনি জননেত্রী শেখ হাসিনা।’

 

প্রগতিশীল কলাম লেখক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মিল্টন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাহ্ আজম শান্তনু, ইসলামী বিশ্ববিদ্যলয়ের সাবেক উপাচার্য অধ্যাপক রাশিদ আসকারী, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুর ইসলাম, রাবি উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম প্রমুখ।


প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২ | সময়: ৭:০৪ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর