সর্বশেষ সংবাদ :

বাসের ভিতরে জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে বাসের ভিতর বসে জুয়া খেলার সময় ছয় জুয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সান্তাহার পৌর শহরের হলুদঘর মহল্লার মতিউরের ছেলে জনি (২৬), পোঁওতা মহল্লার হাফিজুলের ছেলে রুবেল (২৭), রথবাড়ি মহল্লার রইচ উদ্দিনের ছেলে আমিনুল (২৯), মালগুদাম মহল্লার মৃত মোংলা সরদারের ছেলে আলফাজ (৩৭) এবং সান্তাহার ইউনিয়ন সান্দিড়া গ্রামের আক্কাস আলীর ছেলে আরিফ ইসলাম (২৪), মৃত- কাশেমের ছেলে সফিকুল (২৮)।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন জানান, সান্তাহার পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করা বাসের ভিতর বসে কয়েকজন ব্যক্তি জুয়া খেলছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২ | সময়: ৪:২৫ অপরাহ্ণ | সানশাইন