নওগাঁয় এস এস সি সমমান পরীক্ষায় ৭২টি কেন্দ্রে ৩১ হাজার ৮শ ৪৫ পরীক্ষার্থীর অংশগ্রহন

নওগাঁ প্রতিনিধি : 
নওগাঁয় চলতি বছরের এসএসসি, দাখিল এবং ভোকেশনাল পরীক্ষায় ৭২টি কেন্দ্রে মোট ৩১ হাজার ৮শ ৪৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যান শাখাসূত্রে জানা গেছে জেলা সদরের ৫টি কেন্দ্রসহ মোট ৩৯টি কেন্দ্রে ২৩ হাজার ৮শ ৯২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। জেলা সদরের ২টিসহ জেলার মোট ১৪টি কেন্দ্রে ৫ হাজার ৫শ ৮৫ জন শিক্ষার্খী দাখিল পরীক্ষায় এবং জেলা সদরের ৪টিসহ মোট ১৯টি কেন্দ্রে ২ হাজার ৩শ ৬৮ জন শিক্ষার্থী এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষয় অংশগ্রহণ করছে।
নওগাঁ’র জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক নওগাঁ শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।

 

 

 

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, সুষ্ঠুভাবে জেলায় পরীক্ষা আয়োজন করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতি বেঞ্চে দুজন করে পরীক্ষার্থী বসানো হয়েছে। এছাড়াও সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে পরীক্ষা সম্পন্নের জন্য ম্যাজিষ্ট্রেটসহ পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে। সম্পন্ন নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা করছি।

সানশাইন / শামি


প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২ | সময়: ৮:১৫ অপরাহ্ণ | Daily Sunshine