বাগমারায় জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে গোবিন্দপাড়া ইউনিয়নের গোবিন্দপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতাকে হত্যা করতে চাওয়া হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতার স্থপতি । প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে দেশের আপামর জনগণের উন্নয়ন সংগঠিত হচ্ছে। স্বাধীনতার ইতিহাসকে ধরে রাখতে প্রতিটি নির্বাচনে নৌকার বিজয় ঘটাতে হবে। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এখন থেকেই আসন্ন নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করে যেতে হবে।

 

গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কছিম উদ্দিন সরদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোওয়ার আবুল,যুগ্ম-সাধারণ সম্পাদক মুকবুল হোসেন,সদস্য আব্দুস সামাদ,সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, যুবলীগ সভাপতি আল-মামুন প্রাং।

 

বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনূর বানু,বাগমারা উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিস চন্দ্র মন্ডল, গোবিন্দপাড়া ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি কেএম গুলবর রহমান,আক্তারুজ্জামান বুলবুল,সহ-সভাপতি আবু বকর সরকার,আশাদুজ্জামান আসাদ,আবু সাইদ,গোবিন্দপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলামিন, সম্পাদক আমিনুল ইসলম সহ আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ

 

আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

 

 

সানশাইন/তৈয়ব

 


প্রকাশিত: আগস্ট ২৮, ২০২২ | সময়: ৮:৪৫ অপরাহ্ণ | Daily Sunshine