চুংবুক ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে রাবির সমঝোতা স্মারক স্বাক্ষর

রাবি প্রতিনিধি: উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার চুংবুক ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে গতকাল শনিবার বিকেলে উপাচার্যের বাসভবনে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাবির পক্ষে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও চুংবুক ন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে ঐ ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক সু-ক্যাব কিম অনলাইনে যুক্ত হয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় অন্যদের মধ্যে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক সৈয়দ জাবিদ হোসাইন এবং অফিস অব দি ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্সের সহকারী পরিচালক শামস মুহা. গালিব উপস্থিত ছিলেন।


প্রকাশিত: আগস্ট ২২, ২০২২ | সময়: ৫:৪৮ পূর্বাহ্ণ | সুমন শেখ