দুর্গাপুরে ২৫ ভূমিহীন-গৃহহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার বাড়ি

দুর্গাপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ২৬ হাজার ২২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহের চাবি হস্তান্তর অনুষ্ঠানের অংশ হিসেবে দুর্গাপুর উপজেলায় ২৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, আব্দুল মোতালেব মোল্লা, সহকারী কমিশনার ভূমি শুভ দেবনাথ, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান শফিকুল আলম, আবুল কালাম আজাদ, আজহার আলী খাঁ, আকতার আলী, জাহাঙ্গীর আলম সম্রাট, মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, পৌরসভা যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাকিল খান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভূমিহীন-গৃহহীন পরিবারের সদস্যদের মাঝে জমির সকল কাগজপত্র ও বাড়ির চাবি হস্তান্তর করা হয়।

সানশাইন  / শামি


প্রকাশিত: জুলাই ২১, ২০২২ | সময়: ৭:৪২ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর